বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

স্মার্ট আইডিয়া দিলে জেলা প্রশাসকের পুরস্কার ঘোষণা 

চট্টগ্রাম ব্যুরো

স্মার্ট আইডিয়া দিলে জেলা প্রশাসকের পুরস্কার ঘোষণা 

চট্টগ্রাম জেলাকে বাংলাদেশের প্রথম স্মার্ট জেলা হিসেবে গড়ে তোলার জন্য ব্যপক কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। গত রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে ‘স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণ’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। 

স্মার্ট শিক্ষা এবং স্মার্ট কৃষি বিষয়ক এ কর্মশালায় অংশগ্রহণ করেন চট্টগ্রামের সব উপজেলা নির্বাহী অফিসার,  স্বনামধন্য স্কুল এবং কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ, কয়েকজন কৃষক ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল মালেক, সিনিয়র সহকারী কমিশনার মিল্টন রায়, সহকারী কমিশনার প্রতীক দত্ত ও সৈয়দ ইশরাক।

এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আমরা ছাত্র, শিক্ষক, শ্রমিক, সরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে এ ধরনের কর্মশালা করব। তাদের মধ্য থেকেই স্মার্ট চট্টগ্রাম গড়ার বিভিন্ন আইডিয়া উঠে আসবে। আমরা এর আগেও একটি কর্মশালা করেছি। আজকে দ্বিতীয় কর্মশালা। 

আমরা চট্টগ্রামের যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে স্মার্ট আইডিয়া বা প্রস্তাব সংগ্রহ করব। সব উপজেলায় এসকল প্রস্তাব পাঠান যাবে। প্রত্যেক উপজেলায় ৩ জন করে এবং মহানগর এলাকায় ৫ জন বিজয়ী নির্বাচন করা হবে। প্রথম পুরস্কার  ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা করে প্রত্যেক উপজেলায় ১ লাখ টাকা দেয়া হবে। 

সব উপজেলা থেকে প্রাপ্ত প্রস্তাবসমূহ এবং মহানগরের ৫টি মোট ৫০টি আইডিয়া নিয়ে আমরা একটি ফেস্টিভ্যাল বা শোকেজিংয়ের ব্যবস্থা করব। সেখান থেকে সেরা ৩টি আইডিয়াকে আমরা নির্বাচন করব।

প্রথম পুরস্কার দেয়া হবে ৫ লাখ টাকা। দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে যথাক্রমে ৩ ও ২ লাখ টাকা। শোকেজিংয়ের পর আমরা সেরা আইডিয়াগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করব এবং পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করব।

টিএইচ